বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঠাকুরগাও সদর উপজেলার ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল এর শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগীতা শুরু হয় এবং প্রতিযোগিতার শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।
এ সময়টা ঠাকুরগাও সদর উপজেলার সচীব বখতিয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সচিব ও লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএম বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ঠাকুরগাঁও কেজি এন্ড প্রাইভেট স্কুল সোসাইটির আহবায়ক জাকির হোসেন মিলন, সাদেকা মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ মো: শামীম হোসেন, ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আব্দুল আলী, মেরিট কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ শরৎ চন্দ্র রায় প্রমুখ।
অতিথিদের বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল তুলে দেওয়া হয়।