ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা : ঊষার আলো
- আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক মানসিক ভারসাম্যহীন যুবকের পিটিয়ে হত্যা করেছে ছাত্ররা।মারার আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী যুবককে ভাত ও খাওয়ানো হয়।
নিহত যুবকের নাম তোফাজ্জল। বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে তার বাড়ি। তোফাজ্জাল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।কিছুদিন আগে তার মা মারা যায়,বাবা অনেক আগেই মারা গেছে।, একমাত্বর বড় ভাই পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন। সেই তাকে চিকিৎসা করাতো।তার সেই বড় ভাই ও কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে যান। তাই দিন দিন সে আরো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। যুবকের মামাতো বোন জানান সে একসময় খুব মেধাবী ছাত্র ছিল। মা ও বড় ভাই মারা যাওয়ার পর তার অসুস্থতা বাড়তে থাকে।
প্রত্যপ্রদর্শী এক শিক্ষার্থী বলেন , ‘মারপিটের এক পর্যায়ে ওখানে স্যার (হলের আবাসিক শিক্ষক) আসেন। আমি ওদেরকে অনেক ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা মানেনি। এক্সটেনশন বিল্ডিং এর গেস্ট রুম থেকে থেকে যখন তাঁকে বের করা হয় তখন স্যার এসে পড়ছেন। মারধরে তোফাজ্জলের ডান পা এবং বাম পায়ের মাংস খুলে পড়ে গেছে তখন। অনেকে তাঁকে বাঁচানোর চেষ্টা করেছে। আমি বলি কাপড় আনো, ওর পা বেঁধে দেই। কারণ ব্লিডিং হইলে তো সেন্সলেস হয়ে যাবে। পরে কাপড় এনে একটা জুনিয়র পা বেঁধে দেয়।’
হল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি থেকে জানা যায় যে, বিষয়ে মামলা করা হবে ভিডিও ফুটে দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করা হবে।