বাবা মায়েদের উচিত শিশুদের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা-জাকির হোসেন মিলন

- আপডেট সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

কয়েকদিন থেকে একটা ১১ বছরের মেয়ের ঢাকার মোহাম্মদপুর থেকে পরিবার ছেড়ে বন্ধুর সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে ।
নওগাঁ থেকে থেকে মেয়েটা উদ্ধার হওয়ার সময়ই তার পালিয়ে যাওয়ার কারণ হিসেবে বলেছেন বাড়িতে তাকে ভালো লাগেনা তাই সে পালিয়ে গেছে।
মেয়েটা ছোট তার বয়সটাই ভুল করার, এই ভুলের দায় সমাজ পরিবার কেউ এড়াতে পারেনা।
মেয়েটার সাথে খারাপ কিছু হয়নি, আলহামদুলিল্লাহ।
১১ বছরের মেয়ে আমাদের সন্তান সমতূল্য,
আমার নিজের ১২+একটা মেয়ে আছে, সামাজিক অবক্ষয়ের চিত্রগুলো তার কাছেও আসবে।
আপাতত মেয়েটা আমাদের জন্য কিছু শিক্ষা রেখে গেছে।
আমাদের সন্তানরা কার সাথে মিশছে, তাদের বন্ধুদের ব্যাপারে কতটুকু জানি! বন্ধুদের পরিবার সম্পর্কে খোঁজ রাখছি কিনা!
তার আচরণে লুকোচুরি টাইপ কোন পরিবর্তন আছে কিনা! সে মোবাইল ডিভাইসে কি ধরণের কাজে আসক্ত হচ্ছে! বাবা-মা সন্তানকে সময় দিচ্ছি কিনা অথবা তাদের সাথে বন্ধুত্ব করছি কিনা! আমরা বাবা-মায়েরা শিশুদের সামনে পারষ্পরিক কি ধরণের আচরণ বা সম্পর্ক বজায় রাখছি!
পরিবার ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিচ্ছি কিনা এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে আমরা কতটুকু পালন করছি! শিশুদের প্রথম বিদ্যালয় কিন্তু তাদের বাবা-মা।
আপাতত শিশুকাল ও কিশোর বয়সটা সন্তানকে পরিবার থেকে নৈতিক-উন্নত শিক্ষার মাধ্যমে এগিয়ে করতে পারলে বাকি ভবিষ্যৎ সে নিজেই নির্ধারণ করে নিতে পারবে ইনশাআল্লাহ।