ঠাকুরগাঁও এর ওয়ার্ল্ডপ্লাস স্কুলে অভিভাবক সমাবেশ,পিঠা উৎসব,প্রতিভা অন্বেষণ ও পুরস্কার বিতরনী

- আপডেট সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ডপ্লাস স্কুলের
অভিভাবক সমাবেশ, পিঠা উৎসব, মেধা অন্বেষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ বৃহস্পতিবার দিনব্যাপি বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী।
গেষ্ট অব অনার ছিলেন ঠাকুরগাও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক ও জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও পৌরসভা সাবেক প্যানেল মেয়র আতাউর রহমান ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আলী।
অনুষ্ঠানে ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ জাকির হোসেন মিলন।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরাও তাদের বক্তব্য রাখেন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবকরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয়। সব শেষে মেধা অন্বেষণসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া বিদ্যালয় চত্বরে দিনব্যাপি চলে পিঠা উৎসব। এতে ঠাকুরগাঁও জেলার অর্ধশতাধিক নারী উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটিকে ঠাকুরগাঁও সেরা প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন এবং সকলকে এগিয়ে আসার জন্য।আহ্বান জানান।
প্রতিষ্ঠানটি ঠাকুরগাও এর একমাত্র প্রাইভেট বিহীন আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ১ যুগ ধরে সুনামের সাহিত তাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।