ওয়ার্ল্ডপ্লাস স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

- আপডেট সময় : ১০:২২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও এর একমাত্র প্রাইভেট বিহীন ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজ এর SSC পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । আজ ২৪ মার্চ সোমবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এবং অধ্যক্ষ জাকির হোসেন মিলন এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ঠাকুরগাঁও পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান, ঠাকুরগাঁও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান,ও
সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বেলাল রাব্বানী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মো: আতাউর রহমান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট এর কেন্দ্রীয় প্রচারক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম,
ঠাকুরগাঁও জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন,
ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জামাল সহ কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা স্কুলটিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শরিফুল ইসলাম শরীফ তার বক্তব্যে বলেন যে, ঠাকুরগাঁওয়ে এমন একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে জেনে আমি আনন্দিত । এই প্রতিষ্ঠানটি করোনা কালীন সময়ের পর অর্থাভাবে যেভাবে বন্ধ হয়ে গিয়েছিল ভবিষ্যতে যেন তেমনটি আর না হয় সেজন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের সবার আগে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার হওয়ার পরামর্শ দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান
প্রতিষ্ঠান এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ জাকির হোসেন মিলনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।